thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নতুন স্বাক্ষরে ১০০-২০০ টাকার নোট

২০২৩ জুন ২১ ১২:৫৪:১৬
নতুন স্বাক্ষরে ১০০-২০০ টাকার নোট

দ্য রিপোর্ট প্রতিবেদক:২০০ টাকা মূল্যমানের নোট মঙ্গলবার (২০ জুন) থেকে বাজারে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব নোটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের স্বাক্ষর থাকবে। একই সঙ্গে তার স্বাক্ষরে আরও একটি নোট পাওয়া যাবে। তার মূল্যমান হচ্ছে ১০০।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের স্বাক্ষর করা ১০০ ও ২০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত ১০০ এবং ২০০ টাকা মূল্যমানের নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ ছাড়া নতুন মুদ্রিত এ নোট দুটির পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ ও ২০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর