thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

চলে গেলেন কার্টুনিস্ট এম এ কুদ্দুস

২০২৩ জুলাই ১৬ ০০:৫৪:২৩
চলে গেলেন কার্টুনিস্ট এম এ কুদ্দুস

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস মারা গেছেন। শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর।

এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় ঘুমের মধ্যে মারা যান এম এ কুদ্দুস।

এম এ কুদ্দুসের জন্ম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে। তিনি সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক ইত্তেফাকসহ দেশের কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। পত্রিকায় কার্টুন এঁকে এম এ কুদ্দুস সুনাম কুড়িয়েছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে শোক জানিয়েছেন।

এম এ কুদ্দুসের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজের একাংশের সভাপতিসভাপতি ওমর ফারুক, ডিইউজে সভাপতি (একাংশ)সোহেল হায়দারসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর