thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপির আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে: তথ্যমন্ত্রী

২০২৩ আগস্ট ১৯ ১৯:৪৯:৫৪
বিএনপির আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে। বিদেশীদের কাছে ধর্না দেওয়া হয়েছে। ধর্না দিয়ে বাংলাদেশকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই চাপও এখন ডিফিউজ হয়ে গেছে।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তথ্যমন্ত্রী বলেন, "দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি। এক্ষেত্রে দেশের মানুষ যেমন ভূমিকা রাখছে তেমনি পুলিশও ভূমিকা রাখছে। রাজনীতির নামে মানুষ পোড়ানো পৃথিবীর কোথাও হয়নি। জীবন্ত মানুষ পোড়ানো দুই যুগেও কোথাও হয়নি। পৃথিবীর অন্য কোথাও হলে সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হতো।"

দেশ এগিয়ে চলছে অদম্য গতিতে উল্লেখ করে ড. হাছান মাহমুদ আরও বলেন, "বাংলাদেশ সমস্ত সূচক বহু আগেই অতিক্রম করেছে। বঙ্গবন্ধুর মেয়ের স্বার্থকতা সেখানে যে, পাকিস্তান আমাদের দেখে দীর্ঘশ্বাস ফেলে। যে বাংলাদেশ তাদের চেয়ে পেছনে ছিল সেই দেশ আজ এগিয়ে গেছে। জঙ্গি আমরা নির্মূল করতে পারিনি কিন্তু দমন করতে পেরেছি। এটা পুলিশের অবদান। ২০১৩-১৪ সালে যেভাবে তারা, অবদান রেখেছে এখনও সেভাবে কাজ করে যাবে। পুলিশ বাহিনীকে একই সংকল্প নিয়ে কাজ করার জন্য বলব।"

দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, জিডিপি বেড়েছে। সবদিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেখানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি মো. কামরুল ইসলাম, এসবির প্রধান মো. মনিরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর