thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কোন দেশ কি বলছে তাতে কিছু যায় আসে না: তথ্যমন্ত্রী  

২০২৩ আগস্ট ২০ ১৭:০৫:২৭
কোন দেশ কি বলছে তাতে কিছু যায় আসে না: তথ্যমন্ত্রী  

দ্য রিপোর্ট প্রতিবেদক:২১ আগস্ট হামলার সাথে বিএনপি জড়িত জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত মোশতাক ও জিয়া আর ২১ আগস্টে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া।

রবিবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান মিলে ২১ আগস্টের ঘটনা ঘটিয়েছে। হত্যার রাজনীতি করে, হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান। বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। এদেশে রাজনীতি করার অধিকার নেই বিএনপির।

বিএনপি মহাসচিব এখন বলছেন কোন দেশ কি বলছে তাতে কিছু যায় আসে না। তাহলে বিদেশিদের কাছে ধর্না দেন কেন? আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপি ভেবেছে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাবে। চারিদিকে দৌড়াদৌড়ি করে কোন লাভ হয়নি। দেশের মানুষের প্রতি বিএনপিকে বর্জন ও প্রত্যাখ্যানের আহ্বান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর