thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

শান্তি সমাবেশ করবে আজ  আওয়ামী লীগ

২০২৩ আগস্ট ২৫ ১৪:৩৭:৫৮
শান্তি সমাবেশ করবে আজ  আওয়ামী লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি ও সমমনাদের কর্মসূচি ঘিরে আজ শুক্রবারও সম্ভাব্য ‘নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবিলা’য় মাঠে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মী। শান্তি সমাবেশের মাধ্যমে রাজধানীতে শোডাউন করবে ক্ষমতাসীন দলটি। এ ছাড়া প্রতিটি ওয়ার্ড-ইউনিট ও থানার গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে।

আজ বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা এতে বক্তব্য দেবেন। বরাবরের মতো আজকের শান্তি সমাবেশও হবে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তি সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন দলের দায়িত্বপ্রাপ্তরা।

শান্তি সমাবেশের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ উভয় অংশে রাজপথে ‘সতর্ক অবস্থানে’ থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। মহানগর উত্তর ও দক্ষিণের সব থানা, ওয়ার্ড ও ইউনিট কার্যালয়ের সামনে এই সতর্ক অবস্থায় থাকবেন দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিএনপি ও সমমনাদের কালো পতাকা মিছিলের শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে স্ব স্ব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করতে বলা হয়েছে। থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের নিজ নিজ এলাকায় দলের পাশাপাশি সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীকেও এই সতর্ক অবস্থানে সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, শোকের মাস হিসেবে আগস্টে মাসব্যাপী কর্মসূচি পালনের কারণে মাঝে কয়েক দিন শান্তি সমাবেশ কর্মসূচি পালন বন্ধ ছিল। কিন্তু বিএনপির সর্বশেষ আন্দোলনের কর্মসূচি ঘিরে সহিংসতা দেখা গেছে ঢাকাসহ সারাদেশে। তাই আওয়ামী লীগ শোকের মাসের কর্মসূচি পালনের পাশাপাশি শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। বিশেষ করে যেদিন বিএনপি ও সমমনাদের কর্মসূচি থাকবে, সেদিন শান্তি সমাবেশ কর্মসূচি দেবেন তারা।

নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়ে রেখেছেন আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতারা। আজকের শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচি ধারাবাহিক সেই কর্মসূচিরই অংশ।

তবে এ কর্মসূচিকে বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি বলতে নারাজ আওয়ামী লীগ নেতারা। তারা বলে আসছেন, বিএনপির কর্মসূচি ঘিরে কোথাও কোনো অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা দেখামাত্র তা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই মাঠে থাকছেন তারা। বিএনপি ও সমমনা জোটগুলো গত বছরের ডিসেম্বরে যুগপৎভাবে সরকারবিরোধী আন্দোলনে নামে। এর পর থেকে তাদের প্রতিটি কর্মসূচির দিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও শোডাউন কর্মসূচি ছিল। রাজধানীর পাশাপাশি এর বাইরেও বিএনপির কর্মসূচির দিনে এ কর্মসূচি দিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ নেতাকর্মী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর