thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

২০১৮ সালে  ডিসি, এসপি, ইউএনও ভোট দিয়েছিলো:  মঈন খান

২০২৩ আগস্ট ২৫ ১৪:৪৩:০৬
২০১৮ সালে  ডিসি, এসপি, ইউএনও ভোট দিয়েছিলো:  মঈন খান

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে ভোটার নয়, কম্পিউটারে ৪টি বাটন ভোট দিয়েছিল। সেই বাটনগুলো হলো, ডিসি, এসপি, ইউএনও আর প্রত্যেক উপজেলার ওসি।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের মৌলিক ও ভোটের অধিকার হরণ করেছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের কথা আর কাজে মিল নেই। সেটা তারা ২০১৮ সালের নির্বাচনে প্রমাণ করেছে। তখন আমরা বিরোধীদলগুলো জাতীয় ঐক্যফ্রন্ট করেছিলাম। তাদের সঙ্গে আলোচনায় বসে ছিলাম। তখন তারা বলেছিলো; আপনারা নির্বাচনে আসুন, আমারা একটা সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দেব। কিন্তু সেই নির্বাচনের প্রচারণার শুরুর দিনই আমাদের মহাসচিব ও আমার মিছিলে হামলা হয়েছিল। সেই হামলা সারাদেশে ছড়িয়ে পড়ে। যা ভোটের দিন পর্যন্ত ছিল।

আওয়ামী লীগকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনী প্রক্রিয়া একমাত্র ক্ষমতা হস্তান্তরের উপায়। সেটার প্রতি তারা শ্রদ্ধাশীল হোক, এটাই আমরা চাই। এসময় উপস্থিত ছিলেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুকসহ আরও অনেকে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর