thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

তরুণসমাজের কাছে শেখ হাসিনার কোনো বিকল্প নাই:  ইনান

২০২৩ আগস্ট ৩১ ১৮:০২:১৯
তরুণসমাজের কাছে শেখ হাসিনার কোনো বিকল্প নাই:  ইনান

দ্য রিপোর্ট প্রতিবেদক:সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে তরুণসমাজের কাছে শেখ হাসিনার কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের বৃহত্তম ছাত্রসমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, তরুণসমাজ আজকে একটি সুরে, একটি নামে ঐক্যবদ্ধ। সেটি হচ্ছে উন্নত, আধুনিক, স্বনির্ভর, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প তাদের সামনে নেই। তরুণসমাজ বিশ্বাস করেন শেখ হাসিনার এদেশের লাখো কোটি মানুষের দিন বদল করেছেন। তারা প্রবলভাবে আস্থা রাখে, বিশ্বাস করে যে শেখ হাসিনা যেমন অতীতে স্বপ্ন দেখিয়ে তার দেখানো স্বপ্নকে বাস্তবের দোরগোড়ায় এনে আমাদের সামনে উপস্থাপন করেছেন ঠিক তেমনি আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে, ২০৪১ এর উন্নত বাংলাদেশ গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধুকন্যা দেখিয়েছেন নিশ্চয়ই তিনি সেটিরও বাস্তব প্রতিফলন ঘটাবেন।

তিনি আরও বলেন, এই প্রতিফলন ঘটাতে হলে, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আসন্ন ২০২৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও নৌকার কোনো বিকল্প নেই এই প্রশ্নে ছাত্র সমাজ, তরুণ সমাজ আজকে এক এবং ঐক্যবদ্ধ। এই ছাত্রসমাবেশ থেকে সারাবিশ্বে আমরা একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই যে তরুণ সমাজ জাতির পিতার কন্যার সাথে ছিলো, আছে, থাকবে। আগামীকালকের সমাবেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের নিয়ে আমরা উন্মুক্তভাবে শপথ নিতে চাই দেশ বিরোধী যেকোনো অপশক্তির অপতৎপরতাকে রুখে দিতে এদেশের তারুণ্য সদাপ্রস্তুত রয়েছে।

সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আগামীকালকের সমাবেশ রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসবে। এই ছাত্র সমাবেশের মধ্যদিয়ে আমরা গোটা বাংলাদেশকে এই বার্তা দিতে চাই যে আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতার আদর্শে বলিয়ান থাকবো একইসঙ্গে আমরা খুনী, সন্ত্রাসী, জঙ্গিবাদীদের সাথে কম্প্রোমাইজ করার কোনো জায়গা ছাত্র সমাজে নেই। শেখ হাসিনার প্রতি এদেশের সকল শিক্ষার্থীদের যে ভালোবাসা রয়েছে, গভীর ভাবাবেগ রয়েছে সেটির বহিঃপ্রকাশ ঘটাতে আমরা এই ছাত্র সমাবেশ করবো।

তিনি বলেন, এটি ছাত্রলীগের সমাবেশে সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর একটি প্রতীকী ছাত্র সমাবেশে পরিণত হতে যাচ্ছে। আমরা বিশ্বাস আগামী নির্বাচনে এই তরুণদের শক্তির উপর ভিত্তি করে বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনার নিরঙ্কুশ ব্যালট বিপ্লবে বিজয়ী হতে যাচ্ছেন। সন্ত্রাসীদের সঙ্গে ছাত্র সমাজ আপোষহীন জায়গায় রয়েছে।

সাদ্দাম আরও জানান, সমাবেশে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত যতজন আসবে। তার থেকে কয়েকগুণ বেশি আসবে যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। শুধুমাত্র শেখ হাসিনাকে ভালোবেসে, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীর দরদ অনুভব করে, জাতির পিতার সন্তান হিসেবে এদেশের সুনাগরিক হওয়ার জন্য এই ছাত্র সমাবেশে সামিল হবে

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর