thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ক্যাটালিস্টস অব চেঞ্জ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে মনস্টারল্যাব

২০২৩ সেপ্টেম্বর ১২ ১৫:৪৬:২৮
ক্যাটালিস্টস অব চেঞ্জ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে মনস্টারল্যাব

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্যাটালিস্টস অব চেঞ্জ: এমপাওয়ারিং ইনোভেশন অ্যান্ড গ্রোথ' শীর্ষক সেমিনারের আয়োজন করেছে মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস

গত ১১ সেপ্টেম্বর (সোমবার) রাজধানীর রেনেসাঁ গুলশান হোটেলের ক্রিস্টাল বলরুমে সফলভাবে আয়োজিত হয়ে গেল বিশ্বব্যাপীপ্রযুক্তিভিত্তিক সংগঠন মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস (এমএলইএস) এর একটি বিশেষ সেমিনার, 'ক্যাটালিস্টস অব চেঞ্জ: এমপাওয়ারিং ইনোভেশন অ্যান্ড গ্রোথ'। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশেরবিভিন্ন গুণী ও প্রতিভাবানউদ্ভাবক এবং শিল্প বিশেষজ্ঞরা । আয়োজিত অনুষ্ঠানে বানিজ্যিক বিশ্বের লক্ষণীয় পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক অর্থায়নেরকার্যক্রম সম্পর্কেআলোচনা করা হয়।

উপস্থিত বক্তাদের একটি বিশিষ্ট প্যানেল তাঁদের মতামত এবংঅভিজ্ঞতা সম্পর্কেআলোচনা করেন। আলোচকদেরএই গঠনমূলক আলোচনার মাধ্যমেঅনুষ্ঠানে উপস্থিত ব্যক্তীরাবিভিন্ন বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পান। অনুষ্ঠানটিতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনস্টারল্যাব হোল্ডিংস ইনকর্পোরেটেডের গ্রুপ ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইন্যান্স অফিসার এবং এক্সিকিউটিভ বোর্ড মেম্বার জনাব ইওশিহিরো নাকাহারা। এছাড়া আরোবক্তব্য রেখেছেন মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক জনাব আর খান দীপ্ত, ইন্টেলিজেন্ট মেশিনের প্রতিষ্ঠাতা ও সিইও অলি আহাদ; বাড়িকই টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আল আমিন সরকার তাইফ; সিপিএ অভিজ্ঞ কৌশলবিদ এবং কর্পোরেট ফাইন্যান্স কর্মী, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চিফ অব স্টাফ ডঃ নাহিম মাহতাব; এক্সপো গ্রুপ বাংলাদেশের পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক এবং ডাটাফোর্ট লিমিটেডের পরিচালক এবং প্রধান নির্বাহী পরিচালক জনাব মাহমুদুল হাসান খসরু এফসিএ প্রমুখ। আয়োজিতএই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিলউপস্থিতইন্টারেক্টিভ প্যানেল আলোচনার মাধ্যমনেটওয়ার্কিংয়ের সুযোগ করে দেওয়া। অংশগ্রহণকারীদেরকে সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক অবস্থা এবং ডিজিটাল পরিবর্তনের সম্ভাব্য অবস্থা সম্পর্কে অবহিত করা হয়। "ক্যাটালিস্টস অফ চেঞ্জ" অনুষ্ঠানে মন্সটারল্যাব এন্টারপ্রাইজ সলিউশন্স এর বিভিন্ন সেবা তুলে ধরেন যার মধ্যে অন্তর্ভূক্ত ছিল রোবটিক প্রসেস অটোমেশন (আরপিএ), ইআরপি ইন্টিগ্রেশন, ভার্চুয়াল সিএফও, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং পরামর্শসহ অত্যাধুনিক প্রযুক্তিচালিত সমাধান। এসকল অত্যাধুনিক সেবাগুলো ব্যবহারের মাধ্যমে, এমএলইএস-এর উদ্দেশ্য হলো বাংলাদেশের ব্যবসায়িক প্রেক্ষাপটে এগুলোর ব্যবহার নিশ্চিত করা এবং সফলভাবে দেশের আর্থিক ভূ-চিত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা।

মনস্টারল্যাব হোল্ডিংস ইনকর্পোরেটেডের গ্রুপ ডেপুটি সিইও, সিএফও এবং ইবিএম ইওশিহিরো নাকাহারাবলেন,মনস্টারল্যাব বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যে সক্রিয়ভাবে অংশ নিতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় প্রতিভায় বিনিয়োগ, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে কাজ করা। তারা শুধুমাত্র বাংলাদেশের প্রবৃদ্ধি থেকে উপকৃত হতেই চান না, তারা চান এদেশের অর্থনৈতিক উৎকর্ষের পথে সত্যিকারের অংশীদার হতে। মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক আর খান দীপ্ত বলেন, "এমএলইএস-এর এই আর্থিক উদ্ভাবন তাদের জন্য কেবল একটি ব্যবসায়িক কৌশলই নয়, এটি তাদের নিজস্ব সত্ত্বার একটি অংশ। এর মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গি আর্থিক উদ্ভাবনের সীমানা অতিক্রম করেছে এবং নতুন লেনদেনের পদ্ধতি, তার পরিচালনা এবং প্রবৃদ্ধিকে উৎসাহিত করেছে"।

অনুষ্ঠানটির মাধ্যমে অংশগ্রহণকারীরা এই নতুন সময়ে, নতুন পরিবর্তনের সাথে কিভাবে খাপ খাইয়ে এবং নতুন এই ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করে নিজেদের ব্যাবসাকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবেন তার একটি স্বচ্ছ ধারণা লাভ করে। মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস সম্পর্কে আরও তথ্যের জন্য ভিজিট করুন: https://monstar-lab.com/mles অথবা যোগাযোগ করুন: +8801787138940 এই নম্বরে।

(দ্য রিপোর্ট/প্রেসবিজ্ঞপ্তি /বারো সেপ্টেম্বর দুই হাজার তেইশ)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর