thereport24.com
ঢাকা, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১,  ২৯ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৫ জন গ্রেপ্তার

২০২৩ সেপ্টেম্বর ১৫ ১২:০১:০৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৫ জন গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেল জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ (শুক্রবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ হতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, ২২ গ্রাম ৩০৫ পুরিয়া হেরোইন, ৪০ কেজি ১৬০ গ্রাম ১৫৯ পুরিয়া গাঁজা এবং ৯৭ বোতল দেশি মদ জব্দ করা হয়।

এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৪২টি মামলা করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর