thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১,  ১০ জমাদিউস সানি 1446

সোধির কাছে হারলো বাংলাদেশ

২০২৩ সেপ্টেম্বর ২৪ ০২:৫২:৩৮
সোধির কাছে হারলো বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:নিউজিল্যান্ডের দেয়া ২৫৫ রানের লক্ষ্যে সতর্ক শুরু করেছিল বাংলাদেশ দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম পাঁচ ওভারে দুজন খেলেন সতর্কভাবে। তাদের জুটিতে আসে ১৯ রান।

তবে শুরুতে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া লিটন কাজে লাগাতে পারেননি পরে। ফিরে গেছেন জেমিসনের বলে। ১৬ বলে ৬ রান করেন তিনি। প্রথম ৫ ওভারে যেখানে ছিল ১৭ রান। পাওয়ার প্লের ১০ ওভার শেষে দলীয় রান এখন ৫৪। তবে দলীয় ৬০ রানে জুনিয়র তামিম আউট হলে ভাঙে ৪১ রানের জুটি।

এরপর তৃতীয় উকেটে নামেন সৌম্য। ২ বছর পর সুযোগ পেয়ে নিজেকে প্রমান করতে ব্যর্থ এই বাঁহাতি। দ্বিতীয় বলে ক্যাচ দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নে পথ ধরেন তিনিও।

এরপর চতুর্থ উইকেটে নামা তাওহীদ হৃদয় নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। নিজের নামের পাশে ৪ রান যোগ করে সাজঘরে ফেরেন। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে ২২ রানের জুটি গড়েন তামিম। আর আউট হওয়ার আগে তামিম ইকবাল ৪৪ রান করেন তিনি।

এরপর শেখ মেহেদীকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছিলেন অভিজ্ঞ রিয়াদ। এ জুটি থেকে আসে ৪২ রান। তবে দলীয় ১৩৪ রানে মেহেদী আউট হলে টাইগারদের শেষ ভরসা হারায়। এরপর নাসুমকে নিয়ে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনতে থাকেন রিয়াদ।

তবে দলীয় ১৪৯ রানে কোল ম্যাকনকির বলে আউট হবার আগে ৪৯ করেন তিনি। এরপর ১৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। আর এতে এই ম্যাচ জিতে সিরিযে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর