thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির

২০২৩ সেপ্টেম্বর ২৫ ১১:৫৩:৩২
খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিদায়ের আগে সরকারকে একটি ভালো কাজ করার আহ্বান জানিয়ে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিএনপি। রোববার পল্টনে আয়োজিত সমাবেশে দলটির মহাসচিব বলেন, দাবি না মানলে সরকারকে টেনেহিঁচড়ে ক্ষমতাচ্যুত করবে মানুষ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন।

প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রতিনিয়ত তাঁর শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার খবর জানাচ্ছেন চিকিৎসকরা। এক দফা দাবির বাইরে গিয়ে তাই দীর্ঘদিন পর খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে নয়াপল্টনে সমাবেশ ডাকে বিএনপি।

বৃষ্টি বিঘ্নিত সমাবেশে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন ঢাকা মহানগরীর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে-ফেস্টুনে খালেদার জিয়ার মুক্তির দাবি তোলেন তারা। বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।

এসময় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা। ভিসা নীতি নিয়ে বিএনপির মাথাব্যথা নেই মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে অতি উৎসাহী আমলারা বেআইনি কাজ করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর