thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

"খালেদা জিয়ার অসুস্থতাকে দাবার ঘুঁটি বানিয়ে বিএনপি রাজনীতি করছে"

২০২৩ অক্টোবর ০২ ১৮:০৩:১০

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতাকে দাবার ঘুঁটি বানিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ের কান্না সংগঠনের মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, যারা গণতন্ত্র শিক্ষা দিতে চায়, তাদের অনেক দেশেই গণতন্ত্র নেই৷ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আক্রমণ, বিএনপির জ্বালাও-পোড়াও নিয়ে কেউ বিবৃতি দেয় না। আওয়ামী লীগ ঘুষি মারলেই বিবৃতি দেওয়া হয়।

তিনি বলেন, জিয়া ও বিএনপির বর্বরতা, মানবাধিকার হরণ, নিষ্ঠুরতা ও আগুন সন্ত্রাসে যারা মারা গেছেন, তাদের বিরুদ্ধে তাদের কোনো বিবৃতি দেখি না। তাদের দেশেই মানবাধিকার নেই।

তথ্যমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে বলেন, খালেদার চিকিৎসার জন্য সর্বোচ্চটা করবে সরকার।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর