thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা খালেদা জিয়ার চিকিৎসার একমাত্র উপায়: আইনমন্ত্রী 

২০২৩ অক্টোবর ০৪ ১৫:৫৪:২৮
রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা খালেদা জিয়ার চিকিৎসার একমাত্র উপায়: আইনমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটি উপায় রয়েছে। আর সেটি হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা।

বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, যেকেউ রাষ্ট্রপতির কাছে সাজা মওকুফ চেয়ে আবেদন করতে পারে। তবে এক্ষেত্রে তাকে দোষ স্বীকার করতে হবে। কারণ বিষয়টি আইন পারমিট করছে না। এখন সেটাকে পরিবর্তন করার আইনি কোনো সুযোগ নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তিনি তা প্রয়োগ করেছেন। এটা আবার পুনরায় প্রয়োগ করার কোনো সুযোগ নেই। আর রাষ্ট্রপতির কাছে... আমি এটা সাজেস্ট করতে চাই না। আমি এ ব্যাপারে যেটা বলছি সেটা হচ্ছে সম্পূর্ণ আইনি বিধান।

বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, খালেদা জিয়াকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। তিনি শর্ত মেনে বিদেশে চিকিৎসা নেবেন না। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে কোনো শর্ত দেওয়া হয়নি। এই ইস্যুতে বিএনপি মিথ্যাচার করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর