thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

"দলীয় সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি"

২০২৩ অক্টোবর ০৮ ২৩:৪৭:৪০

দ্য রিপোর্ট প্রতিবেদক:সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দলীয় সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি। গত দুটিও হয়নি। ভবিষ্যতে হবে বলেও আশা করা যায় না।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে যে সংকট সৃষ্টি হয়েছে, রাজনীতিবিদদের কাছেই তার সমাধান আছে। তাদের দায়িত্ব এর সমাধান বের করা। দল, মত নির্বিশেষে শর্তহীন সংলাপ হওয়া প্রয়োজন। সংলাপের জন্য সংলাপ প্রয়োজন, এখানেই সংকটের সমাধান আছে। সংলাপের বিকল্প নেই।

রোববার রাতে রাজধানী গুলশানের একটি হোটেলে প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের চলমান বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন দলে এনডিএ, আইআরআই এবং মালয়েশিয়ার একজনসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ছিলেন।

প্রতিনিধি দল বদিউল আলম মজুমদারকে কিছু বলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা কোনো মন্তব্য করেনি। তারা শুধু জানতে চেয়েছে। আমি আমার কথা বলেছি।

তিনি বলেন, আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলছি না। তবে আমাদের এমন একটি সরকার থাকতে হবে যারা নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করবে। গণমাধ্যম ও সুশীল সমাজ তাদের ভূমিকা পালন করতে পারবে। যেটি দলীয় সরকারের অধীনে কখনও হয়নি। আমি আশা করব, আমাদের রাজনীতিবিদরা সংলাপে বসে সমঝোতার মাধ্যমে সমাধান বের করবে। আমাদের তরুণ প্রজন্ম ও বীর মুক্তিযোদ্ধাদের রক্তের স্বার্থে তাদের সংলাপে বসা উচিত।

বদিউল আলম বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়েই কথা হয়েছে। আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার। ২০১৪ সালে একতরফা নির্বাচন হয়েছে। ২০১৮ সালে অংশগ্রহণমূলক নির্বাচন হলেও নিরপেক্ষ নির্বাচন হয়নি। এ নির্বাচন নিয়ে অনেক অভিযোগ আছে। আমাদের একটি সুষ্ঠু নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দরকার। কারণ প্রতি ৫ বছর পর পর আমরা এই সমস্যার সম্মুখীন হই। ৫২ বছরেও আমরা এই সমস্যার সমাধান বের করতে পারিনি। সুষ্ঠু নির্বাচনের পদ্ধতি বের করতে পারিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর