thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

খালেদা জিয়ার  সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং সোমবার

২০২৩ অক্টোবর ০৮ ২৩:৫০:১০
খালেদা জিয়ার  সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং সোমবার

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে চিকিৎসকরা।

সোমবার সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ১১ তলার অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন হবে। চেয়ারপার্সনের মিডিয়া ইউং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তারা জানান, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সোমবার সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মলেন করবে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। এই সময়ে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যেই নির্বাহী আদেশে তার ৬ মাসের মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এদিকে, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। সোমবার বিকেলে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর