thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আওয়ামী লীগ অসভ্য লোকের দল:  মির্জা আব্বাস

২০২৩ অক্টোবর ১০ ১৬:১২:৩০
আওয়ামী লীগ অসভ্য লোকের দল:  মির্জা আব্বাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:ইউরেনিয়াম সম্পর্কে ওবায়দুল কাদেরের কোনো জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ইউরেনিয়াম কত প্রকার ও কী কী সেটা কি আপনি (ওবায়দুল কাদের) জানেন? এই সম্বন্ধে আপনার কি কোনো জ্ঞান আছে? অজ্ঞান ব্যক্তির অজ্ঞান কথা! একজন উন্মাদ ব্যক্তির পাগলের প্রলাপ! ইউরেনিয়াম যদি কারও মাথায় দিয়ে দেওয়া হয়, তাহলে এর যে তেজস্ক্রিয়তা, তাতে মানুষ মারা যেতে পারে। তাহলে আপনি কী হুমকির আসামি হলেন না। মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে হত্যার হুমকি দিয়েছেন আপনি। আর এটাই পরিষ্কার ভাষায় জাতির সামনে বলে দিতে চাই, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের আপনি হত্যার হুমকি দিয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত 'ঐতিহাসিক জেহাদ দিবস-২৩, ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিএনপির সমালোচনার জবাব দিতে গিয়ে গতকাল সোমবার রাজধানীতে এক সমাবেশে ইউরেনিয়াম ঢেলে বিএনপির কয়েকজন নেতার ‘মাথা ঠান্ডা করার’ কথা বলেন ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ‘ইউরেনিয়ামের দুইটা চালান এসে গেছে। সেটা আমরা কিছু ফখরুলের মাথায়, কিছু গয়েশ্বরের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু রিজভী পাগলার মাথায়... যে লাফাবে মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ডান্ডা মেরে ঠান্ডা করব না, ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব।’

ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, জাতির আদালতে এর বিচারটা রেখে গেলাম। এবং আইনের আদালতে ইনশাল্লাহ এর ব্যবস্থা নেব। এটাকে আমরা ছাড় দেব না। টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দেবেন এটা কি আমরা ভুলে গেছি? আবার বলছেন মাথায় ইউরিনিয়াম ঢেলে দেবেন। এটা আপনারা কী শুরু করছেন! রাজনীতি করেন যেহেতু তাই রাজনৈতিক কাজকর্ম করেন। রাজনৈতিক ভাষায় কথা বলে। শিষ্টাচার শেখেন। বিএনপি একটা ভদ্রলোকের দল। আর আওয়ামী লীগ করে অসভ্য লোকের দল, এটা কোনো সভ্য লোকের দল না।

ক্ষমতায় থাকতে যে ধরনের নির্বাচনকালীন সরকার দরকার আওয়ামী লীগ সেই ব্যবস্থা করেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আমরা একটা নতুন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি। এদেরকে নতুন বলা যাবে না। এটা ১৫ বছরের পুরানো। এরা ১৫ বছর ধরে অত্যাচার করছে। এদের স্বৈরাচারও বলা যাবে না, এরা কর্তৃত্ববাদী। আমি একটা বিষয় বুঝি না তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে এদের সমস্যাটা কী? আমরা কি ৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার দেই নাই। তাহলে উনি কেন যেতে চাচ্ছেন না। কারণ উনারা জানেন বাংলাদেশের জনগণ তাদের আর পছন্দ করে না। তাই ক্ষমতায় থাকার জন্য যে ধরনের সরকার দরকার, তারা সেই সরকারব্যবস্থা রাখতে চায়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর