thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বাংলাদেশে একজন ক্যামিকাল কাদেরের উদয়:  রিজভী 

২০২৩ অক্টোবর ১০ ১৬:১৬:৪৪
বাংলাদেশে একজন ক্যামিকাল কাদেরের উদয়:  রিজভী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তিনি প্রত্যক্ষভাবে বিএনপির জাতীয় নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরাকে এক মন্ত্রী ছিলেন। নাম আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষেত্রে উনি তত্বাবধান করেছেন। তাই তাকে সবাই ক্যামিকাল আলী নামে ডাকতো। বাংলাদেশেও একজন ক্যামিকাল কাদের-এর উদয় হয়েছে।

মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী ও ফাতেহা পাঠের পরে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যে বিষাক্ত ইউরিয়ামের তেজস্ক্রিয়া দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা যায়, সে ইউরিয়াম বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। আজকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্তহত্যা, ক্রসফায়ারে জড়িত। সেটার আলামত বহন করে এই বিষাক্ত রাসায়নিক ইউরিয়াম ঢেলে দেওয়ার হুমকি।

তিনি বলেন, এই ক্যামিকাল কাদেরকে দিয়ে শেখ হাসিনা কত মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে নিঃচিহ্ন করবেন, পুড়ে ছারখার করবেন তা বলার অপেক্ষা রাখে না।

রিজভী আহমেদ বলেন, যে নেত্রী দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি আপামর গণ মানুষের নেত্রী আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই, নেই বেচে থাকার অধিকার। আজকে পদ্মা মেঘনা যুমনাসহ সারাদেশে ধ্বনি ওঠেছে দেশনেত্রীকে বাচানোর জন্য। অথচ, পাষাণ ও নিষ্ঠুর শেখ হাসিনার কানে সে ধ্বনি পৌঁছায় না।

এসময় জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন, ড্যাব নেতা ডা. ইউনুস প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর