thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

রুপপুরে পর্দার দাম দেড় কোটি কমিয়ে ক্রয় প্রস্তাব অনুমোদনের চেষ্টা  

২০২৩ অক্টোবর ১১ ০১:২৪:৪৯
রুপপুরে পর্দার দাম দেড় কোটি কমিয়ে ক্রয় প্রস্তাব অনুমোদনের চেষ্টা  

দ্য রিপোর্ট প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের জন্য সেই পর্দা কেনার প্রস্তাব আবারও অনুমোদনের জন্য ক্রয় কমিটিতে উপস্থাপন করা হচ্ছে।

এর আগেও ২০২১ সালের ২৫ আগস্ট একই ধরনের প্রস্তাব অনুমোদনের জন্য ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকে উত্থাপন করা হয়েছিল। কিন্তু তা বেশি হওয়ার কারণে সেই প্রস্তাব অনুমোদন করেনি কমিটি। সেই সময় ১২৫০ বর্গফুটের ১টি ২০ তলা ভবন এবং ১টি ১৬ তলা ভবনে ১৯৬টি ইউনিটের পর্দা সরবরাহ করার কথা ছিল। প্রতিটি ইউনিটে পর্দার জন্য ২ লাখ ৩ হাজার ৫৬৯ টাকা হিসাবে মোট ব্যয় ধরা হয়েছিল ৪ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার ৫৪৫ টাকা। দরপত্রের সব প্রক্রিয়া শেষে একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান ইউরোশিয়া ফেল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা-এর কাছ থেকে পর্দা ক্রয় ও স্থাপন কাজের সুপারিশ করে দরপত্র মূল্যায়ন কমিটি। কিন্তু এই প্রস্তাব বাতিল করে দেয়। এবার একই প্রতিষ্ঠানকে পর্দা কেনার জন্য অনুমতি দেয়া হচ্ছে। তবে এবারের দাম নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ১৬ লাখ টাকা। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি আবাসিক কমম্পেক্সে ২০ তলা বিশিষ্ট ২টি ভবনের (আয়তন ১ হাজার ৫০০ বর্গফুট) ১৩৬টি ইউনিটে এই পর্দা সরবরাহ ও লাগানো হবে। এতে ব্যয় হবে প্রায় ৩ কোটি ১৬ লাখ টাকা। ইউরো এশিয়া ফেল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই পর্দা সরবরাহ করবে।সূত্র জানায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি ২০১৬ সালের ৬ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ১ লাখ ১৩ হাজার ৯৯ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা এবং বাস্তবায়ন মেয়াদ ২০ বছর।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর