thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এ্যানিকে  সন্ত্রাসী কায়দায় আটক করা হয়েছে:  বিএনপি

২০২৩ অক্টোবর ১১ ১৪:২০:৫৮
এ্যানিকে  সন্ত্রাসী কায়দায় আটক করা হয়েছে:  বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ উদ্দীন এ্যানিকে ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার করায় সরকার প্রমাণ করে যে তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। তিনি বলেন, তার কোনো দোষ থাকলে তাকে থানায় যেতে বলতে পারত। কিন্তু যেভাবে ডাকাতের মতো হামলা করে সেভাবে সন্ত্রাসী কায়দায় তাকে আটক করা হয়েছে।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। খালেদা জিয়ার কিছু হলে তীব্র জনরোষের স্বীকার হতে হবে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আইনের নামে যা করছে সরকার, তা বেআইনি। বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিতে আইন মন্ত্রণালয় গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।

তিনি বলেন, আমরা সবসময় শান্তিপূর্ণ গণআন্দোলনে বিশ্বাসী, কিন্তু সরকার সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (আওয়ামী লীগ) খালেদা জিয়াকে হত্যা করতে চায়। তাদের প্রত্যেকটি কথার মধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খান প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর