thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আমাকে নমিনেশন দিয়েন না,  প্রধানমন্ত্রীকে  শামীম ওসমান

২০২৩ অক্টোবর ১২ ০০:৩৪:২২
আমাকে নমিনেশন দিয়েন না,  প্রধানমন্ত্রীকে  শামীম ওসমান

দ্য রিপোর্ট প্রতিবেদক:নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, আমাকে নমিনেশন দিয়েন না। সবাই যেখানে চায় সেখানে আমি বলেছি, দিয়েন না। আমাকে অন্যভাবে কাজে লাগান।’

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী ১৩ অক্টোবর কাঁচপুরের শান্তি সমাবেশ সামনে রেখে আজ বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ এক প্রস্তুতি সভার আয়োজন করে। সেই সভায় শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘আমি এমপি না হলে কিছুই হবে না। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমার মেয়ে, বউদের ধর্ষণ করবে তারাই—যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। এটা একাত্তরের চেয়েও বড় যুদ্ধ। আমি সারারাত ঘুমাই না। আমি অন্য কারও মতো না। আমি খবরগুলো পাই। কোন দিক দিয়ে এগোচ্ছে সেগুলো জানি। ওরাও জানে আমি কোন দিক দিয়ে এগোচ্ছি। আমি এম এ সোলজার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।’

আওয়ামী লীগের এমপি বলেন, ‘তারা পূজার মধ্যে ও পরে মরণকামড় দেবে। দেশটাকে ১০ থেকে ১২ দিনের মধ্যে চরম অস্থিতিশীল করার চেষ্টা করবে। তাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে ফিলিস্তিনের চেয়েও খারাপ হবে। বড় ধরনের আঘাত আমাদের মোকাবিলা করতে হবে। তাই আমাদের আগামী ১৩ অক্টোবর সমাবেশ ঘিরে প্রস্তুতি নিতে হবে। একটি থানার প্রোগ্রাম কতটা বড় ও সফল হয় সেটা নারায়ণগঞ্জ করে দেখাবে। এবার আর বলব না, খেলা হবে। সোনারগাঁও থেকে বলব ফাটাফাটি হবে।’

দলের কমিটির বিষয়ে শামীম ওসমান বলেন, ‘ঢাকা থেকে অনেকগুলো কমিটি আটকে রাখা হয়েছে। আওয়ামী লীগের কমিটি ও অঙ্গ সংগঠনগুলোর কমিটি মুলার মতো ঝুলিয়ে রাখার কারণে দলে গ্রুপিং বাড়ছে। অন্তত নারায়ণগঞ্জের কমিটিগুলো দিয়ে দেওয়া প্রয়োজন। কারণ নারায়ণগঞ্জকে অন্য জেলার সঙ্গে তুলনা করলে হবে না। ঢাকা যা না পারে, সেটা নারায়ণগঞ্জ পারবে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর