thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শনিবার  অনশন করবে বিএনপি

২০২৩ অক্টোবর ১৩ ১২:১৭:১৬
শনিবার  অনশন করবে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরে তিন ঘণ্টার জন্য প্রতীকী অনশন করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকায় এ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়, ঢাকায় এই অনশন কর্মসূচির অনুমতি চেয়ে গত ১০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে মহানগর উত্তর বিএনপি।

উত্তর বিএনপির দপ্তর সম্পাদক (গণমাধ্যম) এ বি এম এ রাজ্জাকের সই করা চিঠিতে অনশন কর্মসূচির অনুমতি ছাড়াও নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য ডিএমপি কমিশনার বরাবর অনুরোধ জানানো হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর