thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

একশো টাকায়  ভোট কেনার দিন শেষ:   স্বাস্থ্যমন্ত্রী 

২০২৩ অক্টোবর ১৪ ১৮:১৯:৩৯
একশো টাকায়  ভোট কেনার দিন শেষ:   স্বাস্থ্যমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘একশো টাকা দিয়ে ভোট কিনে চলে যাবেন সেই দিন এখন আর নেই। মানুষ এখন বোঝে। কারণ জনগণ এখন শিক্ষিত হয়েছে, তারা জানেন কোথায় ভোট দিতে হবে। কোথায় উন্নয়ন আছে, সাধারণ জনগণ সে বিষয়গুলো ভালোভাবেই বোঝেন। উন্নয়নের মাধ্যমে ভোটের দাবিদার হতে হবে। প্রমাণ করতে হবে মানুষের উন্নয়নে কাজ করেছি এবং আমি মানুষের বন্ধু। সেইজন্য আমি ভোটের দাবিদার। নির্বাচনের সময় একটা অচেনা-অজানা লোক এসে ভোট দাবি করবে আর ভোট পাবেন সেটা আর সম্ভব না, মানুষ এখন সব বোঝে।’

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার দেড়শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মধ্যে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০২৩-২৪ অর্থবছর হতে বরাদ্দকৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা (বিএনপি) বাংলা ভাই সৃষ্টি করলো এবং দেশের বিরুদ্ধে মিথ্যাচারও করলো। আসলে বিএনপি গুলির মাধ্যমে, আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় আসে। আগামীতে ক্ষমতায় আসার জন্য তারা আবারও সেই একই পন্থা ব্যবহার করছে। বিএনপি কখনো মানুষের মন জয় করে ক্ষমতায় আসতে চায় না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষতায় আসার জন্য বড় বড় কথা বলছে। তাদের (বিএনপি) লক্ষ্যই খালি ক্ষমতা। বিএনপিরদাবি একটাই শেখ হাসিনাকে সরাও, আওয়ামী লীগ সরকারকে সরাও।বিএনপি একবারও বলে না, ক্ষমতায় গেলে তারা উন্নয়ন করবে, মানুষের জন্য এটা-সেটা করবে। বিএনপির চেষ্টা একটাই যে দল ক্ষমতায় আছে, তাকে সরাও। পৌরসভার মেয়র মো.রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহাবুবুর রহমান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর