thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

অবরোধ করলে বিএনপি অবরুদ্ধ হয়ে যাবে: কাদের

২০২৩ অক্টোবর ১৬ ১৯:১৩:৫৫
অবরোধ করলে বিএনপি অবরুদ্ধ হয়ে যাবে: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:অবরোধ করলে বিএনপি অবরুদ্ধ হয়ে যাবে। ১৮ তারিখ সামনে রেখে মির্জা ফখরুল সারা বাংলাদেশে ডিসেম্বর মাসের মতো নেতাকর্মীদের ঢাকা আনতে শুরু করেছে। ডিসেম্বরের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিএনপির বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৬ অক্টোবর) বিকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিএনপির সাহস-সঞ্চার করে বিদেশিদের ওপর নির্ভর করে আর আওয়ামী লীগের সাহস জনগণ।’

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অর্থ সহায়তা বেড়েছে। তারা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবরোধের ষড়যন্ত্র করছে।’

পশ্চিমা বিশ্বের সমর্থন সহায়তা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে, মির্জা ফখরুল আজগুবি খবর ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর