thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

৭০ শতাংশ মানুষের আস্থা  আওয়ামী লীগে:  হানিফ 

২০২৩ অক্টোবর ১৭ ১৮:১২:৪০
৭০ শতাংশ মানুষের আস্থা  আওয়ামী লীগে:  হানিফ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মনে করেন দেশের ৭০ শতাংশ মানুষের আস্থা। কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে আজ মঙ্গলবার (১৭ অক্টোবার) সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে হানিফ এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "যে দলের শীর্ষ নেতা চুরি, নাশকতা হত্যার দায়ে অভিযুক্ত, দণ্ডিত সেই দলের নেতা কিভাবে আওয়ামী লীগকে আল্টিমেটাম দেয়? এখনও ৭০ শতাংশ মানুষ আওয়ামী লীগে আস্থা রেখেছে। সেই দলকে হুমকি-ধমকি দিয়ে লাভ নেই।"

তিনি বলেন, "রাজনৈতিক কর্মসূচীর নাম করে নাশকতামূলক কর্মকাণ্ড করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। কিভাবে এসব দমন করতে হয় তা আওয়ামী লীগ সরকার জানে।"

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘আওয়ামী লীগ ভোট চুরি করে’ মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, "যে দলের জন্মই হয়েছে অবৈধ পথে, যে দলের নেতারা চুরিতে অভ্যস্ত তাদের মুখে অবৈধ চুরি শব্দটাই আসবে। লজ্জা থাকলে এ কথা বলত না তারা। ভোট চুরির রাজনীতি করেছিলো জিয়াউর রহমান। "

হানিফ বলেন, "আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠন করে বৈধভাবে দেশ পরিচালনা করছে। সরকার নিয়ে কথা বলার আগে বিএনপি আয়নায় নিজেদের চেহারা দেখুক।"

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর