thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

চার কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপীয়দের সমান:  বাণিজ্যমন্ত্রী 

২০২৩ অক্টোবর ১৭ ১৮:১৩:৫৫
চার কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপীয়দের সমান:  বাণিজ্যমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের চার কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপীয়দের সমান। দেশের একটি বড় অংশ পরিণত হয়েছে মধ্যবিত্ত শ্রেণিতে। এফবিসিসি সভাপতি মাহবুবুল আলম বলেছেন, দেশে এখন প্রয়োজন ডলারের।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় '১৮তম জাতীয় ফার্নিচার মেলার' উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তারা।

মূল্যস্ফীতির চাপে কমে গেছে বেশিরভাগ মানুষের ক্রয় ক্ষমতা। দরিদ্র ও সীমিত আয়ের মানুষের কথা বাদ দিলেও মধ্যবিত্ত শ্রেণিকেও নিত্যপণ্য কিনতে হয় পকেটের কথা চিন্তা করে। কারণ ডিম, চিনি, পেঁয়াজসহ কোনো পণ্যের দাম বাড়েনি সেটিই খুঁজে পাওয়া কঠিন।

এমন প্রেক্ষাপটে রাজধানীতে জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।

এ সময় দেশের ডলারের সংকটের কথা তুলে ধরেন এফবিসিসি সভাপতি মাহবুবুল আলম বলেন। বলেন, রফতানি বাড়ানো গেলে ডলারের সংকট কিছুটা হলেও নিরসন হতো।

অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান রফতানিতে পণ্যের বহুমুখিকরণের তাগিদ দেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর