thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

"সরকার পরিবর্তন করতে বিএনপিকে নির্বাচনে আসতে হবে"

২০২৩ অক্টোবর ১৮ ০০:১০:৩০

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকার পরিবর্তন করতে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির বুধবারের গণসমাবেশের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি সমাবেশসহ একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা বলছে, এভাবে তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাবে। তারা যেটা চাচ্ছেন যে সরকার পতন। ‘আমরা সব সময় বলে আসছি, এ ধরনের আচরণ কিংবা ষড়যন্ত্র করে কোনো দিন সরকার পরিবর্তন হবে না। নির্বাচনে আসতে হবে দেশের সংবিধান অনুযায়ী যেই নির্বাচন এবং নির্বাচন কমিশন নির্বাচন যেই তারিখ ঘোষণা করবেন সেখানে আপনারা নির্বাচনে আসবেন।’

বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা অবশ্যই জয়যুক্ত হলে সেখানে যাবেন। এই ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও-পোড়াও আগের ২০১৪-১৫তে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রাটা ছিল কতখানি। তিনি বলেন, ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছেন বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি তারা একবার ভুল করেছেন আবার ভুল করলে এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।

বুধবার (১৭ অক্টোবর) ১০ লাখ মানুষ অবস্থান করবে এ ধরনের কোনো গোয়েন্দা তথ্য রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি আমাদের কাছে বিএনপির নেতাকর্মীরা বা তাদের নেতাকর্মীরা যেভাবে বলছেন সেগুলোর ওপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে। এদেশের জনগণ কোনো অন্যায়-অত্যাচার মেনে নেয়নি, জনগণই এর জবাব দিয়ে দেবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর