thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

২৮ অক্টোবরের মহাসমা‌বেশ থে‌কে মহাযাত্রা শুরু কর‌বে বিএন‌পি:  মির্জা ফখরুল

২০২৩ অক্টোবর ১৮ ১৮:৩২:২৪
২৮ অক্টোবরের মহাসমা‌বেশ থে‌কে মহাযাত্রা শুরু কর‌বে বিএন‌পি:  মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকারের পদত্যাগ দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তি‌নি ব‌লে‌ন, মহাসমা‌বেশ থে‌কে মহাযাত্রা শুরু কর‌বে বিএন‌পি। যুগপৎভা‌বে মহাসমা‌বেশ কর‌বে।

বুধবার বিকেলে সরকারের পদত্যাগ দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে ফখরুল বলেন, ‘জনগণ এই সরকারকে দেখতে চায় না বুঝতে পেরে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছে ক্ষমতাসীনরা। ক্ষমতা শেষ হওয়া ঘনিয়ে আসায় সরকার জনগনের ভয়ে কাঁপতে শুরু করেছে। সমাবশকে পণ্ড করতে গতকাল থেকে ২৫০জনকে গ্রেপ্তার করেছে। সরকারের পায়ের নিচে মাটি নেই, জনগন পরিষ্কার জানিয়ে দিয়েছে, মানে মানে বিদায় হন।’

দুর্গা পূজার ছুটির মধ্যে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার সময় দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘পূজার ছুটির সিদ্ধান্ত নেন কী করবেন। পদত্যাগ করে সেফ এক্সিট নেবেন, নাকি জনগণের দ্বারা বিতাড়িত হবেন। তাই সময় থাকতে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।

মামলা দিয়ে গ্রেপ্তার করে বিএনপি নেতাদের দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘যত দ্রুত এটা বুঝে পদত্যাগ করে সেফ এক্সিট নেবে সরকার, ততোই তাদের জন্য ভালো। সরকার বিএনপি নেতাদের গ্রেপ্তার ও সাজা দিয়ে নির্বাচনের মাঠ পরিষ্কার করতে চায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শুধু রাজনীতি নয় অর্থনীতি রক্ষা করা যাবে না।’

খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি নেতাদের গ্রেপ্তার শুরু করেছে। গ্রেপ্তারের ভয় এখন বিএনপির নেতাকর্মীরা পায় না। নেতাকর্মীরা জেনে গেছে সরকারকে যেতে হবে।’

তিনি বলেন, বিএনপি নয় আওয়ামী লীগ বেশি বাড়াবাড়ি করছে। অহংকার ছাড়ুন নয়তো পরিণতি ভয়াবহ। সরকারকে বলছি, বিএনপির বসাবসির কোনো কর্মসূচি নেই, আন্দোলনের কর্মসূচি আসছে।’

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দুপুরে বিএনপির জনসমাবেশ শুরু হয়। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে রয়েছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব লিটন মাহমুদ এর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর