thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

"হাসিনা ক্ষমতায় থাকতে কোন সংলাপ না"

২০২৩ অক্টোবর ১৮ ১৮:৪৫:৩৯

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ এখন আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আর অপেক্ষা করতে চায় না।

বুধবার (১৮ অক্টোবর)ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ বাড়ি হারিয়েছে, সন্তান হারিয়েছে আর অপেক্ষা করতে চায় না। তিনি আরও বলেন, বিএনপি আলোচনায় অংশ নিতে চায়। তবে সেটি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে হবে না। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে বাংলাদেশর সংবিধান ইচ্ছা মতো কাটাছেঁড়া করেছেন। তাই সংবিধানের দোহাই দিয়ে সরকার টিকে থাকতে পারবে না। জনগণ রাস্তায় নেমে এসেছে সরকারের পদত্যাগ না ঘটিয়ে ঘরে ফিরে যাবে না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর