thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

বিএনপিকে আগে জনগণের কাছে মাফ চাইতে হবে:  স্বরাষ্ট্রমন্ত্রী 

২০২৩ অক্টোবর ২০ ০১:০৮:৫৪
বিএনপিকে আগে জনগণের কাছে মাফ চাইতে হবে:  স্বরাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনসমর্থন চাইলে বিএনপিকে আগে জনগণের কাছে মাফ চাইতে হবে। তিনি বলেন, "আপনারা (বিএনপি) কখনো এই দেশ, কখনো সেই দেশের হাতে-পায়ে ধরে একটা বিবৃতি কিংবা অনুনয় বিনয় করে কিছু একটা আনার চেষ্টা করছেন। যদি জনগণের সমর্থন চান তাহলে আগে তাদের কাছে মাফ চান।"

মাগুরার নোমানী ময়দানে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সেনাবাহিনীর সহযোগিতায় আর ক্যান্টনমেন্ট থেকে যাদের জন্ম আজ সেসব দলের লোকেরা নানা ধরনের আস্ফালন করছেন। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা জনগণ দ্বারা ধিকৃত হয়েছে। সেজন্য আজ তারা নতুন ষড়যন্ত্রের পায়তাঁরা করছেন। আপনারা যে অন্যায় করেছেন, বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছেন। জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছেন। এসব করার কারণে আগে জনগণের কাছে ক্ষমা চান। তাহলে কোনো দিন ক্ষমতায় এলেও আসতে পারেন।"

বিএনপিকে উদ্দেশ্য করে আসাদুজ্জামান খান বলেন, "বাংলাদেশের মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়ার অপচেষ্টা করবেন না। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, সেভাবে সহযোগিতা করবেন। জনগণ ভোট দিলে আপনারা নির্বাচিত হবেন, না দিলে হবেন না।"

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর