thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ আগস্ট 25, ১৭ শ্রাবণ ১৪৩২,  ৬ সফর 1447

এটিপি ওয়ার্ল্ড ট্যুরে খেলবেন না মারে

২০১৩ অক্টোবর ১০ ১৩:০৮:০১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
এটিপি ওয়ার্ল্ড ট্যুরে খেলবেন না মারে
দিরিপোর্ট২৪ স্পোর্টস ডেস্ক : লন্ডনে অনুষ্ঠেয় মৌসুম শেষের প্রতিযোগিতা এটিপি ওয়ার্ল্ড ট্যুর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।

গত সেপ্টেম্বরে কোমরের চোটের জন্য অস্ত্রোপচার করান মারে। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় এটিপি ওয়ার্ল্ড ট্যুরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রতিযোগিতায় অংশ না নেওয়ার বিষয়ে মারে বলেন, ‘এ বছর টুর্নামেন্টে খেলতে পারবো না বলে খারাপ লাগছে। কোর্টের লড়াইয়ে ঘরের ভক্তদের সমর্থন আমার ভালো লাগে। এখানকার পরিবেশও অসাধারণ। তবে চোটের জন্য এবার খেলতে না পারলেও আগামী বছর প্রতিযোগিতায় খেলার জন্য নিজের সবটুকু উজাড় করে দেবো আমি।’

চোটের জন্য গত মে মাসে ফরাসি ওপেন থেকেও নিজেকে গুটিয়ে নেন মারে। ১৯৩৬ সালের পর প্রথম ইংলিশ টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডন ওপেনের একক শিরোপা জেতেন তিনি।

(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/অক্টোবর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর