thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

৫ কোটি ডিম আমদানির অনুমতি

২০২৩ অক্টোবর ২৪ ১৩:৩০:৪৯
৫ কোটি ডিম আমদানির অনুমতি

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরবরাহ বাড়ানোর মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। ৫০ লাখ পিস করে ১০টি প্রতিষ্ঠান এই ডিম আমদানি করবে।

বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে,সোমবার এই অনুমতি দেওয়া হয়। আমদানি নীতি আদেশ ২০২১-২৪ এর শর্ত প্রতিপালন সাপেক্ষে প্রতিষ্ঠানগুলো ডিম আমদানি করতে পারবে। অনুমতি পাওয়া প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সিয়াম ইন্টারন্যাশনাল, করিম ডেইরি,খান সন্স করপোরেশন, মেসার্স মাহিমা এন্টারপ্রাইজ, মেসার্স কারিমা কনসাইনমেন্ট, মেসার্স নীলা ট্রেডিং কোম্পানি, আহমেদ বিজনেস অ্যান্ড কমার্স প্রাইভেট লিমিটেড, এটকম ইন্টারন্যাশনাল, জেবিএস ফুড প্রোডাক্টস এবং আরিফ সী ফুড।
গেল সেপ্টেম্বরে কয়েকটি পণ্যের দাম বেঁধে দেয় সরকার; যার মধ্যে ছিল ডিমও। প্রথম দফায় গত ১৮ সেপ্টেম্বর চার কোটি ডিম আমদানির অনুমোদন পায় চারটি প্রতিষ্ঠান। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে প্রতিদিন চার কোটি ডিমের চাহিদা রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর