thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

৪৭০ কোটি টাকার সার কিনবে সরকার

২০২৩ অক্টোবর ২৬ ০৩:২৩:৫৪
৪৭০ কোটি টাকার সার কিনবে সরকার

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাশিয়া, কাতার এবং দেশিয় প্রতিষ্ঠান থেকে ৪৭০ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকার মিউরেট অব পটাশ (এমওপি), ইউরিয়া সার, রক ফসফেট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ‘দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন (এসসিআরডি)’ প্রকল্পের আওতায় ২৪২ কোটি টাকা ব্যয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি সড়কের দুই প্রকল্পে ১২৭ কোটি টাকা ব্যয়ের অনুমোন দেয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়,শিল্প মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এসব ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরিং ইকোমিক কর্পোরেশন থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১০৬ কোটি ৫৯ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ১৩৬ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ’র নিকট থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১৩১ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।এছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃক চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর জন্য ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট মেসার্স দেশ ট্রেডিং কর্পোরেশন থেকে ৯৫ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন (এসসিআরডি)’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে নিপ্পন কোয়াই, কোয়াই রিসার্স অ্যান্ড কলসালটিং, নিপ্পন কোয়াই বিডি এবং রিসার্স প্লানিং অ্যান্ড ম্যানজমেন্ট কনসালটিং লিমিটেড-কে ২৪১ কোটি ৪ লাখ ৮১ হাজার ৮৩১ টাকায় নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাগেরহাট জেলার ‘সাইনবোর্ড-মোড়েলগঞ্জ-রায়েন্দা-শরণখোলা-বগী সড়কের ১৭তম কিলোমিটারে পানগুচি নদীর উপর সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে কেইউএনএইচডব্লিউএ, টিএইপি এবং বিসিএল-কে ৭৪ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ৫ টাকায় নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে।এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট (বাংলাদেশ)’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৫২ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ২০০ টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর