thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

আওয়ামী লীগ সতর্ক পাহারায় আছে: সেতুমন্ত্রী 

২০২৩ অক্টোবর ২৬ ০৩:৪৯:৫১
আওয়ামী লীগ সতর্ক পাহারায় আছে: সেতুমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সতর্ক পাহারায় আছে। আক্রমণ করলে পালটা আক্রমণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (২৫ অক্টোবর) আওয়ামী লীগের সমাবেশে বক্তব্যকালে কাদের বলেন, বাইরের শক্তি কী বলছে এটা কোনো বিষয় না। দেশের মানুষের জন্যই নির্বাচন জন্য গুরুত্বপূর্ণ।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশের বিষয়ে কাদের বলেন, অনুমতি না দিলে বিএনপি অলিগলি দখল করবে বলে জানিয়েছে। তারা কোনো অলিগলিতে গিয়েও পার পাবে না।

এসময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি সমাবেশের নামে রাজধানী দখলের চেষ্টা করলে আওয়ামী লীগ সেটা মেনে নেবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অপশক্তি থেকে আমাদের দেশকে মুক্ত করার আন্দোলন। শেখ হাসিনার নেতৃত্বে চেতনায় মননে বাংলাদেশের জনগণ শপথ নিয়েছে। তারা অপশক্তি ও অপরাজিত মুক্ত বাংলাদেশ গঠন করবে।

তিনি বলেন, রাস্তা ছাড়বেন না। আক্রমণ করবো না। এ পর্যন্ত করি নাই। তাদের ভগবান, অবতার, অনেক শক্তি আছে৷ অনেকে খবর নেয়। আমরা আক্রমণে ছিলাম না। করি নাই। এই বার সতর্ক পাহারায় আছি। আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে। কোনো ছাড় দেওয়া হবে না। কেনো ছাড়বো? অপশক্তিকে রুখতে হবে একসাথে।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। একই দিন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্সিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। দুই দলের সমাবেশ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

আওয়ামী লীগ বলছে, বিএনপি কোনো বিশৃঙ্খলা করলে কঠোর হবে তারা। অন্যদিকে বিএনপি বরছে সরকার তাদের আন্দোলন দমন করতে চায়। এদিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই তাদের সমাবেশ করতে হবে।

কাদের বলেন, আমাদের বিজয়ে বার বার হস্তক্ষেপ করছে। গণতন্ত্রে আঘাত হেনেছে। বিজয় সংহত করতে হলে প্রধানতম শত্রু, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আসল শক্তি বিএনপিকে পরাজিত করতে হবে। না হয় বিজয় সংহত হবে না। তারা বারে বারে আমাদের বিজয়কে রক্তাক্ত করেছে।

তিনি বলেন, একদিন দুদিনের জন্য নয় তাদের সম্পূর্ণরূপে মোকাবিলা করে সুসংহত বিজয় চাই। দুর্নীতিবাজ সাম্প্রদায়িক অপশক্তির অস্তিত্ব বাংলার মাটি থেকে মুছে ফেলতে হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর