thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

"তত্ত্বাবধায়ক  প্রশ্নে আলোচনার কোনো রকমের সুযোগ নেই"

২০২৩ অক্টোবর ২৬ ১৪:০৬:১১

দ্য রিপোর্ট প্রতিবেদক:তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এই সংসদে এই ধরনের কোনো আইন পাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিএনপির এসব দাবি নিয়ে ভাবছে না সরকার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, বিএনপির সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আলোচনার কোনো রকমের সুযোগ নেই।

আইনমন্ত্রী বলেন, সংবিধানে নির্বাচনকালীন সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। ২০১৪ সালে প্রধানমন্ত্রী চেয়েছিল সব দল নির্বাচনে আসুক, সেজন্য সংলাপের জন্য ডেকেছিলেন। পরবর্তীতে ১৮ সালেও ডেকেছিলেন। এবার আর ডাকবেন না।

আইনমন্ত্রী আরও বলেন, তফসিল ঘোষণার পর সে সময় থেকে নির্বাচনকালীন সরকার শুরু হবে। সে সময় সরকার শুধু রুটিন কাজ করবে। সব দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের কাছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার বদ্ধপরিকর।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর