thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

২৮ অক্টোবর সমাবেশ: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সতর্কতা

২০২৩ অক্টোবর ২৭ ০৯:৪১:৩৮
২৮ অক্টোবর সমাবেশ: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সতর্কতা

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশে ভ্রমণ ও চলাফেরার বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মূলত আগামী ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশ ঘিরে দুই দেশের নাগরিকদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সতর্কতা বার্তা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্ক বার্তায় বলা হয়, আগামী ২৮ অক্টোবর ঢাকা এবং সারাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে। মার্কিন নাগরিকদের সতর্কতা গ্রহণ এবং মনে রাখা উচিত যে, বিক্ষোভগুলোতে সংঘর্ষে হতে পারে। বিক্ষোভ এড়াতে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করতে মার্কিন নাগরিকদের আহ্বান জানানো হয়।

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া বার্তায় আগামী ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক সমাবেশের কর্মসূচির কথা উল্লেখ করা হয় এবং এক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর