thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শান্তি  সমাবেশে এখন চলছে সাংস্কৃতিক আয়োজন

২০২৩ অক্টোবর ২৮ ১৩:৫১:০৭
শান্তি  সমাবেশে এখন চলছে সাংস্কৃতিক আয়োজন

দ্য রিপোর্ট প্রতিবেদক:লোকসংগীত শিল্পী প্রীতি সরকারের কণ্ঠে ‘জয় বাংলা বলিয়া’ গান দিয়ে শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের সমাবেশের মঞ্চ সরব হয়ে ওঠে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এখন চলছে সাংস্কৃতিক আয়োজন। সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে বেলা আড়াইটার দিকে।

সাংস্কৃতিক আসরে ‘ঝিলমিল করে ময়ূরপঙ্খী নাও’ পরিবেশন করেন শিল্পী প্রীতি সরকার। লোকসংগীত, বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন ‘জাতে বাঙালি’ ও বঙ্গবন্ধুর ওপর গান তোলেন দরাজ কণ্ঠে।

এর আগে, সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ঢাকা মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। নেতাকর্মীরা ব্যানার-প্লাকার্ড ও পতাকা নিয়ে আসছেন সমাবেশে। ঢাকা মহানগরের পাশাপাশি আশপাশের পাঁচ জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত ঢাকায় তারা সতর্ক অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর