thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নয়াপল্টনে  ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ

২০২৩ অক্টোবর ২৮ ১৩:৫৪:৪৫
নয়াপল্টনে  ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত টেলিকম অপারেটরকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক অপারেটরের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক জানিয়েছেন, তাদেরকে কোথাও ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়নি।

শনিবার দুপুরে নয়াপল্টনে এলাকায় মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না এবং ব্রডব্যান্ড ইন্টারনেটেও ব্যাপক সমস্যা দেখা গেছে।

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ আজ। অন্যদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাতে এসে দুই দলকে তাদের পছন্দের দুই জায়গায় সমাবেশের এই অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর