thereport24.com
ঢাকা, রবিবার, ১৩ জুলাই 25, ২৯ আষাঢ় ১৪৩২,  ১৭ মহররম 1447

আরামবাগ মোড়ে  জামায়াতের নেতাকর্মীদের অবস্থান

২০২৩ অক্টোবর ২৮ ১৪:০৫:২১
আরামবাগ মোড়ে  জামায়াতের নেতাকর্মীদের অবস্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে পুলিশে ধাওয়া খেয়ে আরামবাগ মোড়ে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টার পর আরামবাগ মোড়ে অবস্থান নেয় তারা।

এর আগে, এদিন সকাল ৯টার দিকে দলটির অনেক নেতাকর্মী শাপলা চত্বরের দক্ষিণ পাশে জড়ো হন। এ সময় পুলিশ লাঠি সার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আরামবাগ মোড়ে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। এ সময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি, আর্মড পুলিশ, আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। এলাকায় সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে

এদিকে, পুলিশের পক্ষ থেকে সমাবেশের মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে দাবি করেছে জামায়াত। দলটির কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন জানান, পুলিশ আমাদের জায়গা পরিবর্তন করতে বলেছে। একই সঙ্গে বিশৃঙ্খলা এড়াতে বলেছে। আমরা জানিয়েছি সমাবেশ করব। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান জানান, জামায়াতকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তারা সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর