thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রাজধানীর সড়কগুলো ফাঁকা, নেই গণপরিবহন

২০২৩ অক্টোবর ২৯ ১০:২৩:৫৬
রাজধানীর সড়কগুলো ফাঁকা, নেই গণপরিবহন

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশের টিয়ারগ্যাস, গুলি, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ নেতা-কর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষের ঘটনায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির। হরতালের দিন সকাল থেকেই রাজধানীর সড়ক মহাসড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। পূর্ণ কর্মদিবস হলেও সড়কে নেই গণপরিবহন।

রোববার (২৯ অক্টোবর) ধানমন্ডি, গাবতলি, মিরপুর, উত্তরা, মহাখালী, কাওরান বাজার, কুড়িল বিশ্বরোড়, বনানীসহ ব্যস্ত সড়কগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, মাঝে মাঝে দুই-একটি বাস চলছে। ব্যক্তিগত গাড়ি, বিশেষ করে প্রাইভেটকার ও মোটরসাইকেল চোখে পড়ছে। এছাড়া রিকশা ও ছোট কিছু যাববাহন চলতে দেখা গেছে। তবে সরকারি গণপরিবহন বিআরটিসির বাসগুলো অন্যান্য দিনের তুলনায় সড়কে বেশি চোখে পড়ছে।

গণপরিবহণ কম থাকায় অফিসগামী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে ঠাসাঠাসি করে বাসে উঠতে দেখা গেছে। অনেক স্থানে অফিসগামী মানুষজন দলবেঁধে ভিড় জমিয়ে আসেন বাসের অপেক্ষায়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর