thereport24.com
ঢাকা, রবিবার, ১৩ জুলাই 25, ২৯ আষাঢ় ১৪৩২,  ১৭ মহররম 1447

মহাখালীতে ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল।

২০২৩ অক্টোবর ২৯ ১৭:১৯:৩৮
মহাখালীতে ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল।

মহাখালীতে বিক্ষোভ মিছিল। ছবি দ্যা রিপোর্ট।

দ্যা রিপোর্ট প্রতিবেদক ঢাকাঃ

ঢাকায় শনিবার শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

হরতালের সমর্থনে রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ সময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের বর্বর হামলায় অগনিত নেতাকর্মী-সমর্থক আহত ও গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে।

এএইচ/এসকে/দ্য রিপোর্ট টুয়েন্টি ফোর ডট কম।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর