thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

তিনদিনের অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

২০২৩ অক্টোবর ৩০ ১৮:১০:৪৭
তিনদিনের অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির মতোই ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ

সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেছেন, সরকারের পদত্যাগ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজনৈতিক নেতা ও আলেম-ওলামার মুক্তি, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ, ২৮ অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যা এবং বিভিন্ন স্থানে গাড়িড়তে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সারা দেশে তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করছি। দেশের বৃহত্তর স্বার্থে অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর