thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মূল ফটকে তালা

বিএনপি  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজিবি-পুলিশের  সশস্ত্র অবস্থান

২০২৩ অক্টোবর ৩১ ১৩:৩৫:১১
বিএনপি  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজিবি-পুলিশের  সশস্ত্র অবস্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। আর ফটকের সামনের রাস্তায় দেখা গেছে পুলিশের সশস্ত্র অবস্থান। পাশাপাশি চলছে বিজিবির টহল।

তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে দলটি ও এর অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি। পুলিশ কাউকে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না। পুলিশের অবস্থানের পাশাপাশি বিএনপি কার্যালয়ের সামনে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) বিশেষ টিমকে টহল দিতে দেখা গেছে।

এদিকে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের পর সেখানে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে যে বেষ্টনী তৈরি করা হয়েছিল, আজ মঙ্গলবার সকালে সেটি দেখা যায়নি। যদিও গতকাল বিকালেও ওই বেষ্টনী ছিল।

এ ছাড়া মঙ্গলবার সকালে নয়াপল্টনের আশপাশের এলাকায় বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর প

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর