thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রাজনৈতিক দল সংলাপে এলে আমাদের আপত্তি নেই:  স্বরাষ্ট্রমন্ত্রী 

২০২৩ নভেম্বর ০১ ১৭:৪৪:৪০
রাজনৈতিক দল সংলাপে এলে আমাদের আপত্তি নেই:  স্বরাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক সংলাপের বিষয়টি উত্থাপন করেছেন। তাকে বলেছি, আমরাও এতে বিশ্বাস করি। জাতীয় নির্বাচন নিয়ে সংবিধান অনুসারে কোনও রাজনৈতিক দল সংলাপে এলে আমাদের আপত্তি নেই।

বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সরকার সংলাপের উদ্যোগ নেবে কি না? জবাবে আসাদুজ্জামান বলেন, শর্তহীনভাবে যারা এগিয়ে আসবে, তাদের স্বাগত জানানো হবে। সরকার দরজা সবসময় খোলা রেখেছে। তবে সবকিছু সংবিধান অনুযায়ী হতে হবে। কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে।

নির্বাচন নিয়ে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ইতোমধ্যে যা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ এ নিয়ে আপনারা কী ভাবছেন?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার বলছেন, আমরা সবকিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। সংবিধান অনুযায়ী আলোচনা করতে চাই। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, সহিংসতা নয়। তিনি সবসময় আলোচনার নির্দেশ দেন। যাতে পরিস্থিতি শান্ত থাকে। আমরা সেই চেষ্টাই করছি।

শনিবার ৪৪টি রাজনৈতিক দলকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আলোচনায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেটা তারা সবসময় বলে। ২০১৪ সালেও বলেছে। দলটির প্রতি দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা নির্বাচনে এলে নিশ্চিতভাবে জয়লাভ করতে পারবে না।

তিনি বলেন, বিএনপি সংলাপ নয়, সহিংসতা চায়। দাঙ্গা-হাঙ্গামা করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তারা। কিন্তু দেশের জনগণ তা চান না। ফলে পেরে উঠছে না দলটি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর