thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

"দেশের মানুষ শান্তিতে থাকুক তা চায় না  তারেক  রহমান"

২০২৩ নভেম্বর ০৪ ১৮:০৮:২৪

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ থেকে পলাতক খুনি তারেক রহমান দেশের মানুষ শান্তিতে থাকুক তা চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় মহাসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আসলে খুনির দল বিএনপি, আর বাংলাদেশ থেকে পলাতক খুনি তারেক রহমান দেশের মানুষ শান্তিতে থাকুক তা চায় না। তারেক রহমান লন্ডনে বিলাসী জীবনযাপন করে আমাদের অশান্তিতে রাখতে চায়। তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী ও খুনির দল। তারা এখনও খুন-সন্ত্রাস করে যাচ্ছে। এ দেশ যাতে উন্নতির শিখরে পৌঁছাতে না পারে সে জন্য ষড়যন্ত্র করছে। বিএনপি দেশের সন্ত্রাসীদের ডেকে ঢাকা শহরের মানুষকে জিম্মি করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু শহরের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। আওয়ামী লীগের সমাবেশে যোগদান করে এর উত্তর দিয়েছিল। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন শান্তিপূর্ণ সমাবেশ করবেন। সেই শান্তি সমাবেশ কি পরিস্থিতি তৈরি করেছিল আপনারা জানেন। পুলিশকে হত্যা করা হয়েছে। প্রায় ১০০ পুলিশ সদস্যকে আহত করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর