thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আগামীতে চলাচল করতে হুইল চেয়ার লাগবে, আদালতে আব্বাস"

২০২৩ নভেম্বর ০৫ ২০:১০:১০
আগামীতে চলাচল করতে হুইল চেয়ার লাগবে, আদালতে আব্বাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আদালতের কাছে অভিযোগ করেছেন, এর আগে তাকে গ্রেপ্তারের পর কারাগারের ফাঁসির সেলে রাখা হয়েছে। এবার ফ্লোরে রাখা হয়েছে। কারাগারে এমন আচরণ হলে আগামীতে চলাচল করতে হুইল চেয়ার লাগবে বলেও তিনি উল্লেখ করেছেন।

রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে শুনানির সময় এসব বলেন তিনি। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রবিবার মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মির্জা আব্বাসের আইনজীবী তার জামিন ও ডিভিশনের আবেদন করেন। শুনানিতে পুলিশের দেওয়া আবেদন গ্রহণ করে বিচারক গ্রেপ্তার দেখানোর অবেদন মঞ্জুর করেন।ডিভিশনের আবেদনের শুনানির সময় মির্জা আব্বাস বিচারককে বলেন, ‘এর আগের বার যখন আমাকে ও মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়েছিল, তখন আমাদের ফাঁসির সেলে রাখা হয়েছিল, এবার আমাকে রাখা হচ্ছে ফ্লোরে।’

এসময় বিচারক বলেন, আমরা তো হাইকোর্টের মতো সরাসরি আদেশ দিতে পারি না। আপনারা আবেদন করেছেন তা আমি দেখব। বিচারক মির্জা আব্বাসের আইনজীবীকে বলেন, ওনার কি আর কোনো মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এ সময় মির্জা আব্বাস বলেন, না চাওয়া হয়নি। তখন বিচারক বলেন, আজ আদেশ কী দেয় দেখেন। না হলে ৮ নভেম্বর মামলার ধার্য তারিখে শুনব এ বিষয়ে। তখন মির্জা আব্বাস বলেন, আজ তো হেঁটে উঠেছি। কারাগারে এভাবে চলতে থাকলে ওই দিন হয়তো হুইল চেয়ারে করে আসতে হবে। রবিবার মামলার যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। মির্জা আব্বাসের আইনজীবী শাহিনুর রহমান ও আমিনুল ইসলাম সাফাই সাক্ষী নিতে আবেদন করেন। আদালত তাদের আবেদন গ্রহণ করেন। এরপর সাফাই সাক্ষীর জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর