thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

২৫ হাজার মেট্রিক টন মসুরের ডাল আমদানি করছে টিসিবি  

২০২৩ নভেম্বর ০৮ ০০:৫৪:২৬
২৫ হাজার মেট্রিক টন মসুরের ডাল আমদানি করছে টিসিবি  

আমির হামজা, দ্য রিপোর্ট:ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আন্তর্জাতিক ও অভ্যন্তরিণ সরাসরি ক্রয় পদ্বতির মাধ্যমে ২৫০০০ মেট্রিক টন মসুরের ডাল আমদানি করছে । এতে সরকারের খরচ হবে ২৪৬ কোটি ৬৮ লাখ টাকা ।

টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী নি¤œ আয়ের ১ কোটি পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির কার্ষক্রম চলমান রয়েছে । এর কার্ষক্রমে তিন টি পণ্য -সয়াবিন তেল , মসুর ডাল ও চিনি একত্রে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে । চলমান ভর্তূকি মূল্যে সোয়াবিন তেল আমদানির কর্মসূচির আওতায় ২৫,০০০ টন মসুরের ডাল কিনছে টিসিবি ।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় টিসিবি মসুরের ডাল আমদানির তিনটি প্রস্তাব অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাতিত্বে বুধবার অনুষ্ঠিতব্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপিত করা হবে ।প্রথম প্রস্তাবটি ভারতীয় কোম্পানি ইউ এম এ এক্সপো প্রাইভেট লিমিটেড ১০,০০০ মেট্রিক টন মসুরের ডাল আমদানি করবে । এতে খরচ হচ্ছে ৯৬ কোটি ৬৮ লাখ মেট্রিক টন । প্রতি মেট্রিক টন মসুরের দাম পড়বে ৮৭৫ টাকা । অন্যদিকে অভ্যন্তরিণ সরাসরি ক্রয় পদ্বতির মাধ্যমে সেনা কল্যাণ সংস্থা এবং বি অ্যান্ড সি ইনকর্পোরেট ১৫,০০০ টন মসুরের ডাল কিনছে টিসিবি । এতে খরচ হবে ১৫০ কোটি টাকা । সরকার সেনা কল্যাণ সংস্থাকে দিতে খরচ হিসেবে দিবে ৭০ কোটি টাকা। অন্যদিকে ইউ এম এ এক্সপো প্রাইভেট লিঃকে খরচ হিসেবে দিতে হবে ৮০ কোটি টাকা ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর