thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে মাদকের ২৫ আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ

২০১৪ এপ্রিল ০৩ ০১:৩৩:২৭
চট্টগ্রামে মাদকের ২৫ আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় ২৫টি মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় দুই নারীসহ তিন মাদক বিক্রেতাকেও আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- মনোয়ারা, রাজিয়া ও মো. নূরু। বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলশী থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ মতিঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার, নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-উত্তর) মো. শহীদুল্লাহ ও পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীপকজ্যোতি খীসার নেতৃত্বে দেড়শতাধিক পুলিশ এ অভিযানে যোগ দেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুকান্ত চক্রবর্তী জানান, গোপন সূত্রের ভিত্তিতে ডিবি ও খুলশী থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

খুলশী থানার পুলিশ জানায়, মতিঝর্ণা এলাকায় ২৫টি স্পট চিহ্নিত করে ২৫ জন মাদক ব্যবসায়ীর একটি তালিকা তৈরি করে পুলিশ এ অভিযান চালায়। এ সব আস্তানা থেকে বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে মাদক সরবরাহ করা হতো।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএটি/এজেড/এপ্রিল ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর