thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

রাজধানী ঢাকাসহ সারাদেশে   ছয় বাসে আগুন 

২০২৩ নভেম্বর ১৩ ০১:০৬:২৯
রাজধানী ঢাকাসহ সারাদেশে   ছয় বাসে আগুন 

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানী ঢাকাসহ সারাদেশে রোববার ছয় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে রাজধানীতে তিনটি, নারায়ণগঞ্জে একটি, সাভারে একটি এবং বরিশালে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১২ নভেম্বর) সকাল থেকে রাত সাড়ে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব আগুনের খবর পাওয়া গেছে। এসব আগুন লাগার খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

জানা গেছে, রোববার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার সামনের সড়কে প্রত্যয় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি গাবতলি থেকে বাবুবাজার রুটে চলাচল করে। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ভূঁইয়া। তিনি বলেন, আগুনের খবর পেয়েছি। এ ঘটনায় এখনও কেউ আটক হননি।

রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁও এলাকায় রাস্তার পাশে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এদিকে দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। অপরদিকে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকায় নাফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুল ইসলাম।

তিনি বলেন, আমাদের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর নেই। এছাড়া সাভার ও বরিশালে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসটির হেলপার রাজু জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া এবং ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে কাশিপুর আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভূঁইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে মা এন্টারপ্রাইজের বাসটি রাখা হতো। এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর