thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ইইউ শ্রম অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ 

২০২৩ নভেম্বর ১৩ ০১:১৬:৫৮
ইইউ শ্রম অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:শ্রমিকদের নিরাপত্তা অবস্থা দেখতে ঢাকা সফর রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের( ই্ইউ) তিন সদস্যের প্রতিনিধিদল । ইইউ ইতিমধ্যেই শ্রম অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এর সফররত প্রতিনিধিদল ই্ইউ এর জিএসপি প্ল্যাস নিয়ে কথা হবে। এ সফরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলোচনা হবে।১২-১৬ নভেম্বর তাদের সফরের সময়, ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের কারখানায় শ্রমিকদের নিরাপত্তা বাড়ানো, দেশের শ্রম আইন আন্তর্জাতিক শ্রম মানদন্ডের সাথে সম্পূর্ণ সম্মতিতে আনা, শ্রম পরিদর্শকের সংখ্যা বৃদ্ধি এবং যত তাড়াতাড়ি শিশুশ্রম নির্মূল করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেবে। যতটুকু সম্ভব.যতটুকু সম্ভব।



ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দ্য এভরিথিং বাট আর্মস (ইবিএ) পর্যালোচনা মিশন শ্রমিকদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও সহিংসতার তদন্ত এবং শ্রমিকদের সাথে কীভাবে শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে হবে সে বিষযে শিল্প পুলিশকে প্রশিক্ষণসহ জাতীয় কর্ম পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে বাংলাদেশের ব্যর্থতার বিষযে উদ্বেগ প্রকাশ করেছে। বিক্ষোভ এবং ধর্মঘট।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সাম্প্রতিক এক চিঠিতে ইইউ মিশন বলেছে, "আমরা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রগতির অভাব নিযে উদ্বিগ্ন রয়েছি। ন্যাপে বাংলাদেশের প্রতিশ্ররুতি পূরণের জন্য, প্রচেষ্টায় উল্লেখযোগ্য বৃদ্ধি এখনও প্রয়োজন।" ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব ।
তারা অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সাথে আলোচনা ছাড়াও সরকারের বাণিজ্য , শ্রম আর পররাষ্ট্র মন্ত্রণালয় সচিবদের সাথে সোনাগাঁও হোটেল ১৫ তারিখে বৈঠক করবে এ প্রতিনিধিদল।
বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধতণ কর্মকর্তা বলেন শ্রমিকদের নেশনাল এক্সশন প্ল্যানের বিভিন্ন শর্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে । এর নেশনাল এক্সশন প্ল্যান বাণিজ্য মন্ত্রণালয় আপটু ডে করে থাকে । এর করে ইউরোপিয়ান ইউনিয়ন শ্রম বিভাগ এই প্ল্যানের ওপর অনেক অবজারভেশন দিয়ে থাকে । এছাড়া ইইউতে বাংলাদেশের যে সব খাতে বাণিজ্য রয়েছে, সেখানে আমরা রপ্তানিকারকদের কোন ধরনের বাণিজ্য বাধা রয়েছে কি না প্রতিনিধিদল দেখবে।

তিনি বলেন আমরা শ্রম আইনটা জাতীয় সংসদ থেকে বিল আকারে পাশ করা হয়েছে । এটা এখন বাস্তবায়ন হচ্ছে । ইপিজেটে শ্রমিকরা ট্রেড ইউনিয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেজিষ্ট্রেশন করছে । টেড ইউনিয়নের করতে কোন প্রতিষ্ঠানের মোট শ্রমিকের ১৫ পারসেন্ট সদস্য হলেই ট্রেড ইউনিয়ন করতে পারবে। দেশের প্রতিষ্ঠানের কোন ধরনের শ্রমিক আন্দোলন করতে হলে ট্রেড ইউনিয়নের যে সব প্রসেডিং আছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তিনি আরো বলেন চলতি ঢাকা গাজীপুর ও মিরপুরে যে শ্রমিক অসন্তোষ হয়ে তিন জন শ্রমিক মারা গেছে নিয়ে অবশ্যই আলোচনা হতে পারে । শ্রম অধিদপ্তরের ডিরেক্টরকে এর নিয়ে ই্ইউ এর প্রতিনিধিদলের বড় ধরনের ব্যাখ্যা দিবে হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর