thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

নির্বাচনের তফসিল প্রতিহত করার হুশিয়ারি জামায়তের

২০২৩ নভেম্বর ১৩ ১২:৪২:০৯
নির্বাচনের তফসিল প্রতিহত করার হুশিয়ারি জামায়তের

দ্য রিপোর্ট প্রতিবেদক:নির্বাচনের তফসিল প্রতিহত করার হুশিয়ারি দিয়েছে জামায়াত। গণবিরোধী ষড়যন্ত্রমূলক তফসিল প্রতিহত করা হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইন।

তিনি বলেন, সরকার জনমতকে তোয়াক্কা না করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায়। বিরোধী দলকে জেলে রেখে, নির্যাতন করে নির্বাচনের তফসিল ঘোষণা একদলীয় সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র মাত্র। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই তারা তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই গণবিরোধী ষড়যন্ত্রমূলক তফসিল প্রতিহত করা হবে। তাই সময় থাকতে এখনই এ তফসিল বন্ধ করুন। অন্যথায় নির্বাচন কমিশন ও সরকারকে এজন্য চরম মূল্য দিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন কর্মসূচি চলছে চলবে।

চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (রায়েরবাগ বাস স্ট্যান্ড) অবরোধকালে তিনি এসব কথা বলেন। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল, হাজারীবাগ, খিলগাঁও, শ্যামপুর ও সদরঘাট এলাকায় জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর